বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রোববার (১৮ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
নৌবাহিনী প্রধানের কর্মসূচি
সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভারের উদ্বোধন করবেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বিমানবাহিনী প্রধানের কর্মসূচি
সকাল ১০টায় ঢাকা সেনানিবাসের এনেক্স বিল্ডিং বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় সিদ্ধেশ্বরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বেলা ১১টায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী-১ আসনে বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ঢাকা- ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন।
বিকেল ৫টায় নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইন উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সকাল সাড়ে ১০টায় মিরপুর সেনানিবাসের এমআইএসটি'র কনফারেন্স রুমে Responsible Al Summit in Bangladesh শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দেশের কৃষি ও কৃষক বাঁচাতে কৃষক, ভোক্তা ও পেশাজীবী সংগঠনগুলোর ২০ দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন