‘এআইয়ের হাতে থাকবে সব কাজ, মানুষ করবে সবজি চাষ’
আইটি ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০২:০৮ এএম
ভবিষ্যতে উৎপাদন থেকে শুরু করে প্রশাসনিক ও সৃজনশীলসহ সব কাজ করতে সক্ষম হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। মানুষ তখন নিজের পছন্দের কাজে সময় দিতে পারবে, যেমন সবজি চাষ করা। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ধনকুবের ইলোন মাস্ক। খবর ইন্ডিয়া টুডে।
এআইয়ের যুগে সমাজ দ্রুত পরিবর্তন হচ্ছে। আগে যেসব কাজের জন্য মানুষের ওপর নির্ভর করতে হতো, এখন তার অনেকটাই করছে এআই। ফলে ভবিষ্যতে মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে— এমন আশঙ্কা নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলেছে প্রযুক্তি জগতে। তবে বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছেন ইলোন মাস্ক।
মাস্ক বলেন, ‘ভবিষ্যতে সব কাজই এআই করবে, তবে এতে মানুষ আরো স্বাধীনতা পাবে। তখন তারা চাপমুক্ত হয়ে নিজের পছন্দের কাজে সময় দিতে পারবে, যেমন সবজি চাষ করা কিংবা ব্যক্তিগত আগ্রহের বিষয় নিয়ে ব্যস্ত থাকা।’
ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন সম্প্রতি কর্মীদের জায়গায় এআই ও রোবট ব্যবহারের পরিকল্পনা করছে বলে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। এর ফলে ২০২৭ সালের মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১ লাখ ৬০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে বলেও জানা যায়।
ওই পোস্টের জবাবে মাস্ক বলেন, ‘সামনের দিনে সব কাজই এআই ও রোবট করে ফেলবে।’
তার মতে, ভবিষ্যতে মানুষকে প্রতিদিন কাজ করতে বাধ্য হতে হবে না। কাজ করা তখন হবে একেবারেই ঐচ্ছিক, যেমন দোকান থেকে না কিনে নিজের সবজি নিজে ফলানো।
মাস্ক আরো জানান, প্রযুক্তি অধিকাংশ কাজের দায়িত্ব নিলেও মানুষ জীবনযাপনের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে।