হামজা চৌধুরী গতকাল জাতীয় স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়েছেন। ৪ মিনিটের এদিক ওদিকে অনিন্দ্যসুন্দর দুটো গোলে বাংলাদেশকে জিতিয়েই দিচ্ছিলেন, ঠিক তখনই ঘটল ঘটনাটা। মাঠ ছেড়ে যেতে হলো হামজাকে। তার ফলে প্রশ্নও তৈরি হয়েছে, হামজা ভারত ম্যাচে খেলতে পারবেন তো?
গোল, এরপর চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া সবকিছুই হামজা করেছেন দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৪৬ মিনিটে জামাল ভূঁইয়ার ক্রস থেকে বাইসাইকেল কিকে দারুণ এক গোল করে বসেন তিনি। এর চার মিনিট পর পেনাল্টি পায় বাংলাদেশ, সেখান থেকে পানেনকা পেনাল্টি নেন তিনি; গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ায় নেপালের জালে।
তবে ম্যাচের ৮০ মিনিটে যখন জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ, তখনই ঘটল বিপত্তিটা। হামজা মাঠ ছেড়ে যান। ডাগ আউটে গিয়ে যখন বসেন, তখনই তার পায়ে লাগাতে হয় আইসপ্যাক। তাতেই সৃষ্টি হয় দুশ্চিন্তা।
হামজা একা নন অবশ্য। তার আগে জায়ান আহমেদকেও মাঠ ছেড়ে যেতে হয় চোট নিয়ে। ফলে ভারত ম্যাচে তাদের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়।
কিন্তু তাদেরকে ভারত ম্যাচে পাওয়া নিয়ে কোনো সংশয় নেই কোচ হাভিয়ের কাবরেরার। তিনি ম্যাচ শেষে বলেছেন, ‘না, বড় কোনো সমস্যা নেই। মাংসপেশিতে কিছুটা চোট লেগেছে। এমন কিছু হয়নি, যাতে ভারত ম্যাচ নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়।’
ভারত ম্যাচের আগে বাংলাদেশের হাতে, হামজার হাতে সময় আছে ৩ দিন। আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ এই জাতীয় স্টেডিয়ামেই মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে।