সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
৯ ও ১০ নভেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিসিবির কাউন্সিলর ও কোচরা অংশগ্রহণ করেছেন। সম্মেলনের শেষ দিন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যার জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। তবে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনে প্রবেশের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা অনুষ্ঠানটি বর্জন করেন।
এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি বোর্ডের হয়ে ক্ষমা চেয়েছেন।
বুধবার এক ভিডিও বার্তায় বুলবুল বলেন, ‘১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে আমরা সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা আমি নিজে আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। যদিও অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হতে একটু সময় লেগে গিয়েছিল। তবে যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি এবং আমন্ত্রণ জানানো সত্ত্বেও আপনাদের সাথে যথাযথ আচরণ করা হয়নি, আমরা এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
বুলবুল তার বক্তব্যে যোগ করেন, ‘আপনারা ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং আমাদের পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভুল করেছি, ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, সেই চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, আমরা মিলে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাব।’