‘ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত প্রতারণা করছে’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেছেন, মীরজাফরের দলটির নাম জামায়াতে ইসলামী। তারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে প্রতারণা করছে। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে, আগামী দিনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন জিন্নাহ কবির।
জামায়াতে ইসলামীকে সমালোচনা করে তিনি বলেন, অতীতের মতোই এক বিশ্বাসঘাতক দল মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়ে জুলাই আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলন ও ত্যাগের ফসল আজ কিছু বিশ্বাসঘাতক অস্বীকার করছে। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় কৃষক, শ্রমজীবী ও বেকার যুবকদের জন্য বিশেষ সুবিধা দেবে।
সভায় চরকাটারি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা