তারেক রহমান কবে দেশে ফিরছেন, জানালেন তার পিএস
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে ফেরার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে জানিয়েছেন তার একান্ত সচিব (পিএস) মিয়া নূরউদ্দিন অপু। বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশা করছি, আগামী নভেম্বর বা ডিসেম্বরে তিনি দেশে আসবেন।”
এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে তারেক রহমান ফিরে আসতে পারেন। দেশে আসার আগে ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যেতে পারেন। সেখানে তাঁর সঙ্গে বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন।
খালেদা জিয়া–তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি ও বাস কিনছে বিএনপিখালেদা জিয়া–তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি ও বাস কিনছে বিএনপি
এরইমধ্যে তারেক রহমানের ব্যবহারের জন্য জাপান থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি আনার বিষয় চূড়ান্ত হয়েছে। এতে সরকারের অনাপত্তিও পাওয়া গেছে।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলছে, বলেও জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।