জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে সুপারিশের অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি-এসপি-ইউএনও হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।
তৎক্ষণাৎ এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, যদি কেউ তার বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে সুপারিশের কথা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনীতি থেকে ইস্তফা দেবেন।
এনসিপির ‘শাপলা’ প্রতীক চাওয়াকেও বাড়াবাড়ি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর। তিনি বলেন, যেহেতু গেজেটেই শাপলা প্রতীক নেই, তাই শিক্ষিত মানুষ হয়ে এটা নিয়ে ঠেলাঠেলি করার তো মানে হয় না।’