Logo
Logo
×

জাতীয়

বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া, দেশেই চিকিৎসা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া, দেশেই চিকিৎসা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে নেওয়ার পরিকল্পনা এখনই নেই বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড জাহিদ হাসান।

তিনি জানান, আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা চলবে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবসহ কয়েকটি দেশের নামকরা হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি আন্তর্জাতিক মেডিকেল টিম বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসা নেওয়া–না নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার অগ্রগতির ওপর। সুস্থতার পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এদিকে ফজলে এলাহী আকবর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আগের থেকে একটু ভালো’। তিনি (স্ট্যাবল (শারীরিক অবস্থা স্থিতিশীল) হলে অবশ্যই (বিদেশে) নেওয়ার একটা ব্যবস্থা করা হবে। নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন—একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে।

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত ২৩ নভেম্বর। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গতকাল জুমার নামাজ শেষে নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। চার মাস পর ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার