Logo
Logo
×

জাতীয়

‘বাংলাদেশে খালেদা জিয়ার মতো রিমার্কেবল কোনো মানুষ দেখি নাই’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

‘বাংলাদেশে খালেদা জিয়ার মতো রিমার্কেবল কোনো মানুষ দেখি নাই’

লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম এক ফেসবুক পোস্টে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। 

তিনি লিখেছেন, আমি বাংলাদেশে খালেদা জিয়ার মতো রিমার্কেবল কোনো মানুষ দেখি নাই। বিএনপি কী—খালেদা জিয়াকে ছাড়া? যে প্রেশার উনি নিছেন, তার ৫০ ভাগের ১ ভাগ নিলে মানুষ তার ঈমান নষ্ট করে ফেলে।

ফাহাম আরও উল্লেখ করেছেন, নিশ্চিত কারাভোগ আর মৃত্যু জেনেই উনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এসেছিলেন। ২০০৮ সালে সুটকেস গুছিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ ওনারও এসেছিল, কিন্তু উনি যাননি। উনি দেশ ও মানুষের প্রতি ভালোবাসা রেখেছেন। 

আরও পড়ুন
তিনি খালেদা জিয়ার অসুস্থতার প্রতি উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, উনি খুবই অসুস্থ। আল্লাহর দরবারে হাত উঠাই যেন উনি সুস্থ হয়ে উঠেন। 

ফাহাম আব্দুস সালাম বলেন,  সারা জীবনে বাংলাদেশের একটা পাবলিক ফিগারকেই আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি। সেটা খালেদা জিয়া। আর কোনো মানুষকে নিয়ে আমি এই একটা কথা বলতে পারবো না- খালেদা জিয়াই বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার