Logo
Logo
×

জাতীয়

‘যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিবির-জামায়াতের লোক দেব’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ এএম

‘যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিবির-জামায়াতের লোক দেব’

চট্টগ্রামের মিরসরাই থানা থেকে ধারণ করা জামায়াতের প্রার্থী সাইফুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানকে ‘সহায়তা’ দেওয়ার কথা বলেন। ভিডিওটি ২০ নভেম্বর বিকেলে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে সাইফুর রহমানকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনি যদি সহায়ক পুলিশ চান, আমি শিগগিরই শিবির–জামায়াতের লোক দেব। ইউনিয়নভিত্তিক গোয়েন্দা টিম গঠন করলে সেখানেও লোক দেব।’

মিরসরাই এলাকায় সাম্প্রতিক ডাকাতির ঘটনা নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ‘ডাকাতদের ধরতে পারলে মানুষের মধ্যে আস্থা বাড়বে।’ তিনি আরও জানান, প্রার্থী হিসেবে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে চান, তবে নিজেরা সরাসরি অভিযান চালাতে পারবেন না।

ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও বক্তব্য দিতে শোনা যায়। তিনি বলেন, ‘আগামী কয়েক দিন আপনাদের সহযোগিতা দরকার। স্থানীয়ভাবে টিম করে দিলে আমরা সেগুলো পর্যবেক্ষণ করব। পুলিশের সঙ্গে সমন্বয় রাখতে হোয়াটসঅ্যাপ গ্রুপও করা যেতে পারে।’

ওসির সঙ্গে কথোপকথন নিয়ে জানতে চাইলে সাইফুর রহমান বলেন, এলাকার চুরি–ডাকাতি বেড়ে যাওয়ায় তিনি মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই থানার সঙ্গে মতবিনিময় করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই করা হচ্ছে। তিনি জানান, থানায় এ ধরনের বক্তব্য কেউ দিতে পারেন না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার