Logo
Logo
×

জাতীয়

খালেদা জিয়ার স্বাস্থ্যগত আপডেট জানাল বিএনপি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ এএম

খালেদা জিয়ার স্বাস্থ্যগত আপডেট জানাল বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানায়।

সেখানে বলা হয়, তার স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্য প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসকদের বাইরে থেকে অনিশ্চিত, অনুমানভিত্তিক বা অসত্য কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার