রাজধানীর উত্তরায় চলন্ত বাসে এক নারীকে যৌন হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালের ওই ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) অজ্ঞাত ৯/১০ জনের নামে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, হয়রানির শিকার ওই নারী কারওয়ানবাজার থেকে বাসে করে উত্তরা হাউস বিল্ডিংয়ে যাওয়ার পথে সিটেই ঘুমিয়ে পড়েন। এসময় পাশের সিটে থাকা এক পুরুষ যাত্রী তার শরীরে বাজেভাবে স্পর্শ করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর চড়াও হন।
একপর্যায়ে তারা বাসের দরজা বন্ধ করে ভুক্তভোগীকে মারধর করে জখম করেন। বাসে থাকা দুই বয়স্ক যাত্রী প্রতিবাদ করলে তারা তাদেরও শাসান। অভিযুক্তরা বাস থেকে নেমে যাওয়ার সময় ওই নারীকে প্রাণ-নাশের হুমকিও দেন। পরে তিনি উত্তরা আজমপুরে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
ভুক্তভোগী ওই নারী যুগান্তরকে বলেন, ২০২৫ সালে এসেও নারীদেরকে পথে-ঘাটে হয়রানির শিকার হতে হয়। এটা ভাবতেই খুব খারাপ লাগছে। ওরা আমাকে মেরেই ফেলত। আমার সঙ্গে যারা এমনটা করেছে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। নারীরা যাতে নিরাপদে চলতে পারেন, সরকারকে এ বিষয়ে নজর দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
উত্তরা পশ্চিম থানার তদন্ত অফিসার মোহাম্মদ উল্লাহ ফয়সাল সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।