অবশেষে শীত জেঁকে বসতে শুরু করেছে। আবহাওয়া দপ্ততরের তথ্যমতে শুক্রবার (১৪ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় মাসের শেষদিকে সাগরে ঝড়ের পরিস্থিতি দেখা না দিলে তাপমাত্রা হয়তো দ্রুতই নামত। কুয়াশার চাদর বেয়ে শৈত্যপ্রবাহ হয়তো বিস্তৃত হতো পুরো দেশে।
তবে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) বলছে সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বরে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, এ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারা দেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো তাপমাত্রা কমবে না।
এ থেকে বিষয়টি অনেকটাই স্পষ্ট, হিম শীতল মিষ্টি ঠান্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে।