Logo
Logo
×

জাতীয়

ফরিদগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

ফরিদগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের বাসিন্দা। তার বাবা মাহমুদ হোসেন একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। রুহুল আমিন দুই সন্তানের জনক ছিলেন। 

আরও পড়ুন
জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলে করে রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকার সমিতির পুল নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার