Logo
Logo
×

জাতীয়

ভারত নয়, কানাডায় দেখা মিলল নাটোরের সাবেক এমপি শিমুলের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৭ এএম

ভারত নয়, কানাডায় দেখা মিলল নাটোরের সাবেক এমপি শিমুলের

নাটোর সদর-নলডাঙ্গা আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল ভারতে নেই। 

তিনি রয়েছেন কানাডার ৭৩ হেয়ারউড এভিনিউ টরোন্টোর কথিত বেগমপাড়ায় তার নিজের বাসায়। যুগান্তরের হাতে এমন একটি ভিডিও এসেছে। আর সেই ভিডিওটি ধারণ করেছেন কানাডার পিস অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স ও কানাডা হিউম্যান রাইটসের পরিচালক মমিনুল হক মিলন। 

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক মমিনুল হক মিলন বৃহস্পতিবার সকালে যুগান্তরের এ প্রতিবেদককে জানান, ২৩ অক্টোবর যুগান্তর অনলাইন ভার্সনে ভারত থেকে এমপি শিমুল পরিচয়ে নাটোরের জেলারকে পরিবারসহ হত্যার হুমকির অভিযোগে নাটোর থানায় জিডি করার বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়। 

সেই জিডি ও সংবাদে বলা হয়েছিল, শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ সরকারের সময়ের নাটোরের শীর্ষ সন্ত্রাসী মো. কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় নাটোর জেলা কারাগারের জেলারকে এমপি শিমুল পরিচয় দিয়ে ২৩ অক্টোবর দুপুরে ভারত থেকে পরিবারসহ প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। 

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল সেদিন বিকালেই নাটোর থানায় জিডি করেন। 

 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার