Logo
Logo
×

জাতীয়

উত্তর বাড্ডা ও বাড্ডা এলাকায় যানজটের আশঙ্কা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৫ এএম

উত্তর বাড্ডা ও বাড্ডা এলাকায় যানজটের আশঙ্কা

রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন–১ নির্মাণকাজের অংশ হিসেবে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে পরিষেবা লাইন স্থানান্তর কার্যক্রম শুরু হবে। 

এ সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে সাময়িকভাবে যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৯ অক্টোবর) এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল হিসেবে এমআরটি লাইন–১ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। রাজধানী ঢাকায় যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে হাতে নেওয়া এই প্রকল্পের আওতায় উত্তর বাড্ডা ও বাড্ডা স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু করা হচ্ছে।

এ সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ জনগণকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার আহ্বান জানানো হচ্ছে।

সরকারি উন্নয়ন কাজের স্বার্থে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার