Logo
Logo
×

জাতীয়

আজকের আবহাওয়ার খবর: ৩০ অক্টোবর ২০২৫

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম

আজকের আবহাওয়ার খবর: ৩০ অক্টোবর ২০২৫

‘মন্থা’ এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বুধবার রাতে এটি নিম্নচাপ আকারে ছিল ভারতের ছত্তিশগড় রাজ্যে। এটি আরও উত্তর দিকে যাচ্ছে। মন্থা দুর্বল হলেও এর প্রভাব বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়ে গেছে।

বৃহস্পতিবার রাজধানী ও দেশের অন্য তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। আর এভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে আরও দুই দিন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর সকালটা ছিল রোদে ভরা। কিন্তু সকাল সাড়ে ৯টার দিক থেকে মেঘ জমে আকাশে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। ইতোমধ্যে রাজধানীর আশপাশে বৃষ্টি শুরু হয়েছে। আজ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বৃষ্টি হতে পারে। এটা ঘূর্ণিঝড় মন্থার কারণেই ঘটছে।

আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, মন্থার প্রভাবেই শুধু বৃষ্টি হচ্ছে—এমনটা নয়, একই সময়ে আরব সাগরেও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। দুয়ে মিলে বাংলাদেশ ও ভারতের পশ্চিবঙ্গসহ কয়েকটি রাজ্যের নানা স্থানে বৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার ও পরশু শনিবারও বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে। তবে রোববার থেকে বৃষ্টি একেবারে কমে যেতে পারে। এ বৃষ্টির পর তাপমাত্রা খানিকটা কমে আসতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার