তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ভারতে ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এটি ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তোলপাড় চালাতে পারে।
ঘূর্ণিঝড় ট্র্যাকার ওয়েবসাইট জুমআর্থ অনুসারে, এ ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে দমকা বাতাসসহ উপকূলীয় অঞ্চলের দিকে এগোচ্ছে। কিছু কিছু রাজ্যে সরকারি জুনিয়র কলেজগুলো ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ইতোমধ্যেই অবিরাম বৃষ্টিপাতের কারণে অন্ধ্রপ্রদেশের স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের আগেই ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে ওড়িশা, এনডিআরএফ এবং ওডিআরএএফ দল মোতায়েন করা হয়েছে। আটটি জেলায় ১২৮টি দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে ওড়িশা সরকার।
ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিজয়নগরম, আল্লুরি আইথারাম রাজু, আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, এলুরু, কোনাসীমা, এনটিআর, গুন্টুর, কৃষ্ণা এবং বাপাতলা জেলায় আবহাওয়া বিভাগ লাল সতর্কতা জারি করেছে।