Logo
Logo
×

জাতীয়

নারীর দীপ্ত পদচারণায় পথ খুঁজে পাবে বাংলাদেশ: ব্যারিস্টার পুতুল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম

নারীর দীপ্ত পদচারণায় পথ খুঁজে পাবে বাংলাদেশ: ব্যারিস্টার পুতুল

নারীর দীপ্ত পদচারণায় পথ খুঁজে পাবে বাংলাদেশ, হাতে হাত রেখে শপথ করি— নতুন বাংলাদেশ গড়ি। নাটোরের লালপুরে নারী সমাবেশে এমন বক্তব্য দেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

শনিবার বিকালে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী জাগরণ মঞ্চের ব্যানারে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির মিডিয়া সেলের সদস্য, মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

ফারজানা শারমিন পুতুল তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ভাইয়া আপনি লালপুরকে দেখে যান, যে দেশে ৫০ শতাংশ নারী ভোটার, সে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারীদের প্রয়োজন সব থেকে বেশি। বাংলাদেশের ইতিহাসে লালপুরে কোনো দলের এত হাজার হাজার নারী কোনো মিটিংয়ে দেখা যায়নি। তারা আপনাকে জানান দিচ্ছে আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত হয়ে আছে।

এ সময় উপস্থিত ছিলেন- নারী নেত্রী সালমা আক্তার পলি, আফরোজা ইসলাম, সাজেদা বেগম, মিনা খাতুন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মো. হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রনজু প্রমুখ।

এর আগে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নারী খণ্ড খণ্ড মিছিল নিয়ে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার