Logo
Logo
×

জাতীয়

মঙ্গলবার বেশ কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম

মঙ্গলবার বেশ কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ (বিউবিডি) জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমারের মেরামত ও গাছের ডালপালা কাটার কাজের কারণে এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য তিনি সাধারণ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না- সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও সংলগ্ন এলাকা।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুতই এসব এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার