মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে যেভাবে ঘটল ভয়াবহ দূর্ঘটনা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম
রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। বিষয়টি সারা দেশে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বিষয়টি কীভাবে ঘটেছে, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি গণমাধ্যমকে সেই নিহত ব্যক্তির পরিচয়ও জানিয়েছেন।
তিনি বলেন, ‘১২টা ৩০ মিনিটে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে উপর থেকে মেট্রোরেলের বিয়ারিং পিন পড়ে গিয়ে একজন পথচারি, যার নাম আমরা জানতে পেরেছি আবুল কালাম আজাদ, তার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক তিনি মারা যান। আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা দ্রুত তাকে পোস্টমর্টেমের জন্য পাঠাব। আইনত ব্যবস্থা আমরা গ্রহণ করছি।’
মৃত ব্যক্তি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা ছিলেন। তার বাবা জলিল চাকদার, মা হনুফা বেগম বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে নিহত ব্যক্তির মাথায় পড়ে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
তেঁজগাও থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুজ্জামান বলেন, আমরা ডিউটিরত অবস্থায় পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত এসে দেখি একজন মৃত অবস্থায় পড়ে আছে।
প্রাথমিকভাবে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়।