Logo
Logo
×

জাতীয়

আলোচিত ছাত্রলীগ নেতা অনির্বাণকে পররাষ্ট্র ক্যাডার থেকে চাকরিচ্যুত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৮ এএম

আলোচিত ছাত্রলীগ নেতা অনির্বাণকে পররাষ্ট্র ক্যাডার থেকে চাকরিচ্যুত

৪৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত হয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা অনির্বান সাহা। বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিস সহকারী সচিব অনির্বান সাহাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

তথ্যমতে, অনির্বাণ সাহা ছিলেন ছাত্রলীগের বুয়েট নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক। সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব হিসেবে গত ১৫ জানুয়ারি যোগদান করেছেন তিনি। তার রেজিস্ট্রেশন নম্বর-১৪০২৬২২১ এবং গেজেটের সিরিয়াল নম্বর-২৩।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার