Logo
Logo
×

জাতীয়

মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারের রহস্যজনক মৃত্যু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫১ এএম

মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারের রহস্যজনক মৃত্যু

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার আর নেই। তিনি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরে এক বন্ধুর বাড়িতে অবস্থানকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম জানান, একজন সেনা কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা জেনেছি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

২০২৪ সালের ৪ঠা এপ্রিল সিদ্দিকুর রহমান সরকারকে রাজউকের চেয়ারম্যান পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তবে ওই বছরের ১৭ই সেপ্টেম্বর তাঁর চুক্তি বাতিল করে সরকার। পাঁচ দিন পর, ২২ সেপ্টেম্বর, সেই বাতিলের আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করা হয়। পরে চলতি বছরের ৮ই মার্চ আবারও তাঁর চুক্তি বাতিল করা হয়।

এরপর দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। আদালত ১৭ই এপ্রিল তাঁর ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।

এরপর ১৯শে মে তাঁদের শেয়ার অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেন আদালত।

আলোচনা আছে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এর ঘনিষ্ঠ হিসেবে রাজউকে নিয়োগ পেয়েছিলেন সিদ্দিকুর রহমান সরকার। হাসিনার পরিবারের ৬ জনকে ৬০ কাটা জমি বরাদ্দ দেয়া হয় তার সময়ে। এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব কারণে তার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। নরসিংদীর শিবপুর উপজেলায় জন্ম নেয়া সিদ্দিকুর রহমান ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার কোরে কমিশনপ্রাপ্ত হন এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। শুক্রবার মাগরিবের নামাজের পর মিরপুর ডিওএইচএস জামে মসজিদে তা জানাজা অনুষ্ঠিত হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার