প্রতিদিন কালোজিরা খাওয়ার উপকারিতা জানুন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
উচ্চ রক্তচাপ এখন প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায়। এটি নিয়ন্ত্রণে না থাকলে ভবিষ্যতে বড় ধরনের রোগের ঝুঁকি বাড়ে। তাই ঘুম, খাদ্যাভ্যাসসহ জীবনযাপনের সবক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি। বিশেষ করে সঠিক খাবার নির্বাচন রক্তচাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। এসব উপকারী খাবারের মধ্যে কালোজিরা অন্যতম। নিয়মিত খেলে এটি উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে। চলুন দেখে নেওয়া যাক কেন প্রতিদিন কালোজিরা খাওয়া লাভজনক—
১. রক্তনালী শিথিল করে
কালোজিরায় থাকা থাইমোকুইনোন রক্তনালীর মসৃণ পেশীকে শিথিল করতে সাহায্য করে। এই ভাসোডিলেশন প্রক্রিয়া রক্তনালীকে প্রশস্ত করে, রক্তপ্রবাহ বাড়ায় এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমায়।
২. প্রদাহ কমায়
দীর্ঘমেয়াদি প্রদাহ রক্তনালীর ক্ষতি করে এবং উচ্চ রক্তচাপ বাড়ায়। কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট যেমন থাইমোকুইনোন ও নাইজেলোন ফ্রি র্যাডিকেল কমাতে সাহায্য করে। এতে রক্তনালীর ক্ষয় কমে এবং স্বাভাবিক কার্যকারিতা ফিরে আসে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
৩. প্রাকৃতিক ডাইইউরেটিক হিসেবে কাজ করে
কালোজিরা শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের করতে সহায়তা করে, ফলে ফোলাভাব ও তরল জমা কমে। এতে রক্তের পরিমাণ কিছুটা হ্রাস পেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের ভারসাম্য বজায় রাখতেও এটি সহায়তা করে।
গবেষণায় দেখা গেছে, কালোজিরা দেহে নাইট্রিক অক্সাইড তৈরির ক্ষমতা বাড়াতে পারে। এই অণু রক্তনালীকে শিথিল ও প্রশস্ত করে, রক্তচাপ কমায় এবং জমাট বাঁধা প্রতিরোধে সাহায্য করে—ফলে রক্তনালীর সার্বিক স্বাস্থ্য উন্নত হয়।
৫. হরমোন ও স্নায়ুতন্ত্রকে সমর্থন দেয়
স্ট্রেসের সঙ্গে সম্পর্কিত হরমোনের কার্যক্রমে কালোজিরা ইতিবাচক প্রভাব ফেলে। এটি কর্টিসল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং স্নায়বিক চাপ কমায়, যা বিশেষ করে স্ট্রেসজনিত উচ্চ রক্তচাপে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য উপকারী।