Logo
Logo
×

লাইফস্টাইল

কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম

কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসে

এসি চালানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিলের চিন্তাও মাথায় চলে আসে। অনেকেই ভাবেন— প্রতিদিন যদি ৮ ঘণ্টা করে এসি চালানো হয়, তাহলে মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল আসবে? যদিও এই হিসাব নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। 

এ হিসাব নির্ভর করে এসির ক্ষমতা, বিদ্যুতের ইউনিট চার্জ এবং ব্যবহারের ধরনের ওপর। সহজভাবে এই হিসাব করে দেখে নিন, যাতে আগভাগেই ধারণা পেতে পারেন।

প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসিক বিদ্যুৎ বিল নির্ভর করছে এসির ক্যাপাসিটি, ইউনিট চার্জ এবং সেটিংসের ওপর। ১ টন এসি সাধারণত প্রতি ঘণ্টায় ০.৮ থেকে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। সেক্ষেত্রে মাসিক বিল আসবে ১৩০০-১৬০০ টাকা। আবার ১.৫ টন এসিতে প্রতি ঘণ্টায় ১.২ থেকে ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সেক্ষেত্রে মাসিক বিল আসবে ২০০০-২৫০০ টাকা। আর ২ টন এসিতে প্রতি ঘণ্টায় ১.৮ থেকে ২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সে ক্ষেত্রে  মাসিক বিল আসবে কমপক্ষে ৩০০০-৩৫০০ টাকা। 

যদি প্রতিদিন ৮ ঘণ্টা করে এসি চালানো হয়, তাহলে মাসিক বিদ্যুৎ খরচ হবে ১৯২ থেকে ৪৮০ ইউনিট পর্যন্ত। তবে কিছু ছোটখাটো টিপস মেনে চললে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব। তাই এসি চালানোর আগে খরচের বিষয়টি মাথায় রেখেই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। 

বিদ্যুতের ইউনিট রেট ব্যবহারের ওপর নির্ভর করে। যদি গড় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৬-৮ টাকা হয়, তবে ১ টন এসি চালালে মাসে ১৩০০-১৬০০ টাকা, ১.৫ টন এসিতে ২০০০-২৫০০ টাকা এবং ২ টন এসি চালালে ৩০০০-৩৫০০ টাকা বিল আসতে পারে।

প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসিক বিদ্যুৎ বিল অনেকটাই বাড়তে পারে। তবে কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে খরচ কিছুটা কমানো সম্ভব। তাই এসি চালানোর আগে এ বিষয়গুলো মাথায় রাখলে বিদ্যুৎ বিলের চাপ কিছুটা কমানো সম্ভব।

এ ক্ষেত্রে বিদ্যুৎ খরচ কমানোর কিছু সহজ উপায় হচ্ছে— ইনভার্টার এসি ব্যবহার করলে ৩০-৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়। ২৪-২৬ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো ভালো। কারণ কম তাপমাত্রায় বেশি বিদ্যুৎ খরচ হয়। রুমের দরজা-জানালা বন্ধ রাখলে এসি কম বিদ্যুৎ খরচ করবে। টাইমার সেট করে নির্দিষ্ট সময় পর এসি বন্ধ করে দিলে বিল কম আসবে। এ ছাড়া এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করলেও বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার