Logo
Logo
×

ইসলাম

হাত মোজা না পরলে কি নারীর গুনাহ হবে? ইসলাম কী বলে?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

হাত মোজা না পরলে কি নারীর গুনাহ হবে? ইসলাম কী বলে?

আজকাল অনেক বোনের মনে একটাই প্রশ্ন— ‘মুখ ঢাকি, কিন্তু হাত খোলা রাখি— এতে কি আমার পর্দা অসম্পূর্ণ?’ হাত মোজা না পরলে কি গুনাহ হবে?

ইসলাম নারীকে দিয়েছে মর্যাদা, শৃঙ্খলা আর দিয়েছে এক সুন্দর পর্দার শিক্ষা— কিন্তু সেই পর্দার সীমা কতদূর? চলুন, কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই-

কুরআনের আলোকে

আল্লাহ তাআলা বলেন —

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا

‘মুমিন নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে, যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া।’ (সুরা আন-নূর: আয়াত ৩১)

তাফসিরে ইবন কাসির (রহ.) এ আয়াতের একটি অংশ- ‘إِلَّا مَا ظَهَرَ مِنْهَا’ দ্বারা মুখ ও হাতকে বুঝিয়েছেন। যা সাধারণত প্রকাশিত থাকে। অর্থাৎ হাত ঢাকা ফরজ নয়, তবে শালীনতা ও তাকওয়ার কারণে ঢেকে রাখা উত্তম (মুস্তাহাব)।

হাদীসের আলোকে

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

إذا بلغت المرأةُ المحيضَ لا يَصْلُحُ أن يُرَى منها إلا هذا وهذا — وأشار إلى وجهه وكفيه

‘যখন কোনো নারী প্রাপ্তবয়স্ক হয়, তখন তার মুখ ও হাত ছাড়া অন্য কিছু দেখা বৈধ নয়।’ (আবু দাউদ ৪১০৪)

এ হাদিস থেকে বোঝা যায়, মুখ ও হাত প্রকাশ করা বৈধ, তবে যদি সমাজে ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সেগুলো ঢেকে রাখা ওয়াজিব হয়ে যায়।

ইসলামি ফকিহদের মতামত

> হানাফি: ‘হাত ও মুখ ঢাকা ফরজ নয় তবে ফিতনা থাকলে ঢাকতে হবে।

> শাফেয়ি: মুখ ও হাত প্রকাশ বৈধ, তবে তাকওয়ার জন্য ঢেকে রাখা শ্রেয়।

> হাম্বলি: পুরো শরীর (মুখ ও হাতসহ) ঢেকে রাখা ফরজ।

> মালেকি: হাত ঢাকা ফরজ নয়, তবে পর্দার পূর্ণতার জন্য মুস্তাহাব।

হাত মোজা পরা ফরজ নয়, তবে তাকওয়া ও পর্দার পূর্ণতা অর্জনের জন্য এটি পরা অত্যন্ত প্রশংসনীয় (মুস্তাহাব)। আর যদি পুরুষদের দৃষ্টি বা ফিতনার আশঙ্কা থাকে, তবে ঢেকে রাখা ওয়াজিব (অবশ্য করণীয়) হয়ে যায়। কুরআনে এসেছে-

یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلۡ لِّاَزۡوَاجِكَ وَ بَنٰتِكَ وَ نِسَآءِ الۡمُؤۡمِنِیۡنَ یُدۡنِیۡنَ عَلَیۡهِنَّ مِنۡ جَلَابِیۡبِهِنَّ ؕ ذٰلِكَ اَدۡنٰۤی اَنۡ یُّعۡرَفۡنَ فَلَا یُؤۡذَیۡنَ ؕ وَ كَانَ اللّٰهُ غَفُوۡرًا رَّحِیۡمًا

‘হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় (১)। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না।(২) আর আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আল-আহযাব: আয়াত ৫৯)

মনে রাখতে হবে

নারীর সৌন্দর্য তখনই উজ্জ্বল হয়, যখন তা লজ্জাশীলতার পর্দায় মোড়া থাকে। হাত মোজা শুধু এক টুকরো কাপড় নয়— এটা হতে পারে আপনার তাকওয়ার প্রতীক, ঈমানের প্রকাশ। হে বোন! যদি আল্লাহর সন্তুষ্টি চান, তবে ছোট ছোট আমল দিয়েই শুরু করুন। ঢেকে রাখুন মুখসহ নিজের হাত ও পা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার