Logo
Logo
×

ইসলাম

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি হলেন শেখ সালেহ বিন ফাওজান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৩:২৭ এএম

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি হলেন শেখ সালেহ বিন ফাওজান

শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজানকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানায় আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবের ভিত্তিতে ৯০ বছর বয়সী শেখ সালেহ বিন ফাওজান এই দায়িত্ব পেয়েছেন। 

শেখ সালেহ ২৩ সেপ্টেম্বর মারা যাওয়া প্রাক্তন গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-আশেখের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সৌদি সরকার। অতি-রক্ষণশীল পণ্ডিত হিসেবে তার খ্যাতি রয়েছে।

এসপিএ জানায়, ধর্মীয় পণ্ডিত স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির সভাপতির ভূমিকাও পালন করবেন তিনি।

শেখ সালেহের জন্ম ১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর। সৌদি আরবের আল কাসিম প্রদেশে তার বেড়ে ওঠা। বাবার মৃত্যুর পর স্থানীয় একজন ইমামের কাছে কোরআন অধ্যয়ন করেন তিনি। নূর আলা আল দারব বা ‘পথ আলোকিত করুন’ রেডিও অনুষ্ঠান, তার লেখা একাধিক বই এবং গণমাধ্যমে বক্তব্যের জন্য পরিচিত হয়ে ওঠেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার