আগামীকালের আবহাওয়া || Tomorrow Weather

জাগো বাংলা ডেস্ক প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
আগামীকালের আবহাওয়া || Tomorrow Weather

আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল এক চলক এবং কোনও স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকে আবহাওয়া বলা হয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সব কাজ অনেক সময় এই আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে সম্পন্ন করতে হয়। যে কারণে আজকের আবহাওয়া ও আগামীকালের আবহাওয়া কেমন হতে পারে তা আগে থেকেই জেনে নেওয়া প্রয়োজন।

কারণ পরিকল্পনা অনুযায়ী আমরা যদি আগামী কালকের কাজের বাস্তবায়ন শুরু করি আর কোনও কারণে তখন বৈরী আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়, তাহলে সবকিছুই ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তাই পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়নের জন্য আগামীকালকের আবহাওয়া কেমন হবে তা আগেই জেনে নেওয়া উচিত।

তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই যুগে আপনি চাইলে এখন প্রতি ঘণ্টা, এমনকি প্রতিদিন ও আগামী সাত, দশ কিংবা পনের দিনের আবহাওয়া কেমন হবে তাও জেনে নিতে পারবেন। তবে অনেকেই হয়তো জানেন না প্রতি দিনের অথবা আগামী কালের আবহাওয়া কেমন হবে, সেটি কোথায় থেকে জানতে পারবেন।

আবহাওয়ার হালনাগাদ পূর্বাভাষ করে আসা বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইট রয়েছে, যারা স্যাটেলাইটের মাধ্যমে প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট জানায়। আজকের এই প্রতিবেদনে বাংলাদেশের বিভাগীয় বিভিন্ন শহর ও প্রতিবেশি ভারতের রাজধানী নয়াদিল্লির আজকের আবহাওয়া, দিল্লির আগামীকালের আবহাওয়া, কলকাতার আজকের আবহাওয়া, কলকাতার আগামীকালের আবহাওয়া সম্পর্কে লাইভ আপডেট জানার উপায় নিয়ে আলোচনা করা হবে।

এছাড়া এখানে কিছু ওয়েবসাইটের লিঙ্কের ঠিকানায় প্রবেশ করে প্রত্যেকটি দেশ ও শহরের আজকের আবহাওয়া, আগামী কালের আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন।

• আজকের আবহাওয়া, আগামীকালের আবহাওয়া (বাংলাদেশ) || Bangladesh Weather Report Tomorrow

বাংলাদেশের আজকের আবহাওয়া, আগামীকালের আবহাওয়া পরিস্থিতি কেমন তা জানতে সরকারের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটে লাইভ আবহাওয়া পূর্বাভাষ দেওয়া হয়।

দেশের সামগ্রিক আজকের আবহাওয়া অথবা আগামী কালের আবহাওয়া জানতে এই লিঙ্কে প্রবেশ করুন। এখানে বাংলাদেশের ৮ বিভাগের, প্রত্যেকটি জেলা ও উপজেলার আবহাওয়ার পূর্বাভাষ জানতে পারবেন।

• ঢাকা ও বিভাগীয় অন্যান্য শহরের আজকের আবহাওয়া, আগামীকালের আবহাওয়া || Dhaka Weather Report Tomorrow

রাজধানী ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরের আজকের আবহাওয়া ও আগামী কালের আবহাওয়া জানা যাবে এই লিঙ্কে

এছাড়াও ঢাকা ও অন্যান্য শহরের আবহাওয়ার হালনাগাদ পূর্বাভাষ জানতে পারবেন এই লিঙ্কে 

• ভারতের রাজধানী নয়া দিল্লির আজকের আবহাওয়া, দিল্লির আগামী কালের আবহাওয়া || New Delhi Weather Report Tomorrow

প্রত্যেক দিন বাংলাদেশ থেকে অনেকেই প্রতিবেশি ভারতের বিভিন্ন শহরে নানা ধরনের কাজের জন্য যান। কিন্তু তাদের মধ্যে অনেকেই ভারতের আবহাওয়া সম্পর্কে জানেন না। ভারতের রাজধানী নয়াদিল্লির আজকের আবহাওয়া, নয়া দিল্লির আগামী কালের আবহাওয়া জানা যাবে এই লিঙ্কে

• কলকাতার আজকের আবহাওয়া, কলকাতার আগামীকালের আবহাওয়া || Kolkata Weather Report Tomorrow

প্রত্যেক দিন হাজার হাজার বাংলাদেশি নাগরিক ভারতে যান। অনেকেই ঘুরতে কিংবা চিকিৎসার জন্য অসুস্থ স্বজনদের নিয়ে কলকাতায় যান। কিন্তু সেখানকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অনেকেই জানেন না। কলকাতা ও ভারতের অন্যান্য শহরের আজকের আবহাওয়া, আগামী কালের আবহাওয়া জানা যাবে এই লিঙ্কে।

এছাড়াও মিয়ানমার, মালদ্বীপ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের আজকের আবহাওয়া, আগামীকালের আবহাওয়া পরিস্থিতি লাইভ জানা যাবে এই লিঙ্কে। লিঙ্কে প্রবেশের পর ওপরে বাম দিকে দেশ অথবা শহরের নাম লিখে সার্চ করলেই সেখানকার আজকের আবহাওয়া, আগামীকালের আবহাওয়া এমনকি আগামী ১০ দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।

বিষয়: আবহাওয়া