Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিব নির্বাচন শুরু, প্রার্থীদের তালিকা প্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

জাতিসংঘ মহাসচিব নির্বাচন শুরু, প্রার্থীদের তালিকা প্রকাশ

বর্তমান মহাসচিব আন্তনিও গুতেরেসের মেয়াদ শেষের কাছাকাছি আসায় পরবর্তী মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচিত মহাসচিব ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করবেন।

নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ নভেম্বর। ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ এবং ১৯৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতিদ্বয় সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রার্থী মনোনয়নের চিঠি পাঠিয়েছেন।

প্রথা অনুযায়ী, মহাসচিব পদটি অঞ্চলভিত্তিক আবর্তনে দেওয়া হয়। ২০১৬ সালে গুতেরেস নির্বাচিত হওয়ার সময় পূর্ব ইউরোপের পালা ছিল। এবার লাতিন আমেরিকার প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি।

লাতিন আমেরিকার প্রধান প্রার্থীরা:

মিশেল ব্যাশেলে (চিলি): চিলির দুইবারের প্রেসিডেন্ট, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা।

রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা): সাবেক ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব।

রাফায়েল গ্রোসি (আর্জেন্টিনা): আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক।

অন্যান্য সম্ভাব্য প্রার্থী:

আলিসিয়া বার্সেনা (মেক্সিকো): সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লাতিন আমেরিকার অর্থনৈতিক কমিশনের নির্বাহী সচিব।

ক্রিস্টালিনা জর্জিয়েভা (বুলগেরিয়া): আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনপ্রাপ্ত।

জেসিন্ডা আরডার্ন (নিউজিল্যান্ড): সাবেক প্রধানমন্ত্রী।

ডাভিড চোকেউয়াঙ্কা (বলিভিয়া): ভাইস প্রেসিডেন্ট ও আদিবাসী রাজনীতিক।

আমিনা মোহামেদ (নাইজেরিয়া): জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল।

নির্বাচন প্রক্রিয়া: নিরাপত্তা পরিষদ প্রথমে গোপন ব্যালটের মাধ্যমে একজন প্রার্থীর নাম সাধারণ পরিষদে সুপারিশ করবে। ‘স্ট্র পোল’ নামে গোপন ব্যালটে ভোটগ্রহণে সদস্যরা সমর্থন, অসম্মতি বা মত নেই নির্দেশ করেন।

নির্বাচন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভেটো ক্ষমতাধারী পাঁচ রাষ্ট্র—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের একমত থাকা। নিরাপত্তা পরিষদের সুপারিশ শেষে সাধারণ পরিষদে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত মহাসচিব নির্বাচন করা হয়।

জাতিসংঘ সনদ অনুযায়ী মহাসচিব সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার