Logo
Logo
×

আন্তর্জাতিক

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেছেন। দায়িত্বকালীন সময় কোনো অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর জন্য এটাই প্রথম বিয়ের ঘটনা।

৬২ বছর বয়সী আলবানিজ ক্যানবেরার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর বাগানে এক ঘরোয়া আয়োজনে জোডি হেইডনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হেইডন পেশায় ফাইন্যান্স খাতের কর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলবানিজ এক শব্দে লিখেছেন, Married—এর সঙ্গে যুক্ত করেন স্ত্রীকে হাত ধরে হাঁটার একটি ছোট ভিডিও, যেখানে নবদম্পতিকে হাসিমুখে পাশাপাশি হেঁটে যেতে দেখা যায়।

এক যৌথ বিবৃতিতে দম্পতি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত—আমাদের ভালোবাসা এবং ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে ভাগ করে নিতে পেরে।

২০২৪ সালের ভ্যালেন্টাইনস ডেতে প্রস্তাব দেওয়ার এক বছরেরও বেশি সময় পর বিয়ের এই আয়োজন। তখন আলবানিজ বলেছিলেন, তিনি এমন একজনকে পেয়েছেন যার সঙ্গে জীবন কাটাতে চান।

তারা সোমবার থেকে অস্ট্রেলিয়ার ভেতরেই পাঁচ দিনের হানিমুনে যাবেন।

প্রধানমন্ত্রী আলবানিজ ২০১৯ সালে আগের স্ত্রীকে তালাক দেন। তার এক প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে। পাঁচ বছরেরও বেশি আগে মেলবোর্নে একটি ব্যবসায়ী ডিনারে আলবানিজের পরিচয় হয় জোডি হেইডনের সঙ্গে।

লেবার পার্টির এই নেতা এই বছরের মে মাসে বিপুল ব্যবধানে দ্বিতীয়বারের মতো তিন বছরের জন্য নির্বাচিত হন। তিনি স্কুলজীবনেই লেবার পার্টিতে যোগ দেন এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতেও সক্রিয় ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার