Logo
Logo
×

আন্তর্জাতিক

উচ্চ বিদ্যালয়েও মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা ফ্রান্সের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম

উচ্চ বিদ্যালয়েও মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, মাধ্যমিক বিদ্যালয়ের মতো এবার উচ্চ বিদ্যালয়গুলোতেও মোবাইল ফোন নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার (২৮ নভেম্বর) দেশের উত্তর-পূর্ব ভোসগেসের মিরেকোর্ট কমিউনে এব্রা গ্রুপের সংবাদপত্রের পাঠকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন। 

ম্যাক্রোঁ বলেন, ‘আমরা মাধ্যমিক বিদ্যালয় থেকে মোবাইল ফোন সরিয়েছি। আগামী শিক্ষাবর্ষ থেকে এটি উচ্চ বিদ্যালয়েও করা হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী এদোয়ার জেফ্রে বর্তমানে এ বিষয়টি পর্যালোচনা করছেন।’

ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, ‘বিদ্যালয় হলো শেখার জায়গা, যোগাযোগের জায়গা।’

আরও পড়ুন
একইসঙ্গে তিনি তরুণদের মধ্যে বাড়তে থাকা একাকীত্ব ও মানসিক স্বাস্থ্য সমস্যার কথাও তুলে ধরেন।

‘বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক ভ্রান্ত তথ্য’ নিয়ে ফরাসিদের উদ্বেগ কমানো নিয়ে ম্যাক্রোঁ ‘মিথ্যে আশ্বাস’ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘দেশ বড় ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সামান্য হলেও সতর্কতা বজায় রাখা প্রয়োজন।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘বিদেশি শক্তিগুলো তথ্যযুদ্ধ চালাচ্ছে।’ সেইসঙ্গে ফ্রান্সকে ‘সামরিক ও প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী’ হওয়ার আহ্বান জানান ম্যাক্রোঁ।

তথ্যসূত্র: আনাদোলু 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার