Logo
Logo
×

আন্তর্জাতিক

স্বাক্ষর নকলকারী কলমে বাইডেনের সই করা সব আদেশ বাতিল : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:১৫ এএম

স্বাক্ষর নকলকারী কলমে বাইডেনের সই করা সব আদেশ বাতিল : ট্রাম্প

ডেমোক্র্যাট প্রেসিডেট জো বাইডেন স্বাক্ষর নকলকারী কলম বা অটোপেন দিয়ে যেসব নথিতে সই করেছেন, সেগুলো বাতিলের কথা শুক্রবার জানিয়েছেন তার রিপাবলিকান উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প।

নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

‘আমি এতদ্বারা অসাধু জো বাইডেনের সরাসরি স্বাক্ষরিত নয়, এমন সব নির্বাহী আদেশ ও অন্য যেকোনো কিছু বাতিল করছি’, পোস্টে লিখেন প্রেসিডেন্ট।

এবিসি নিউজ জানায়, ট্রাম্প কোন আদেশগুলোর কথা বলছেন এবং তিনি কীভাবে সেগুলো নিরূপণ করেছেন, তা পরিষ্কার নয়।

এ বিষয়ে আরও তথ্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যমটি।

ট্রাম্পের দাবি, যেসব ব্যক্তি অটোপেন ব্যবহার করেছেন, তারা সেটি করেছেন অবৈধভাবে, তবে জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব লিগ্যাল কাউন্সেলের মতে, কোনো বিলকে আইনে পরিণত করার সইয়ে অটোপেনের ব্যবহার বৈধ।

বাইডেনের অটোপেন ব্যবহারের বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেন ট্রাম্প।

চলতি বছরের জুনে রিপাবলিকান প্রেসিডেন্ট দাবি করেন, ‘কট্টর’ নীতি বাস্তবায়নে বাইডেনের সহকারীরা অবৈধভাবে অটোপেন ব্যবহার করেছেন।

সে সময় তিনি প্রেসিডেন্ট পদে থাকার সময় বাইডেনের মানসিক অবস্থা তদন্তে জাস্টিস ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসকে নির্দেশ দেন।

ট্রাম্পের ওই কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এবিসি নিউজকে বাইডেন একটি বিবৃতি পাঠান। এতে তিনি লিখেন, তার বিষয়ে তদন্ত মনোযোগ অন্য দিকে সরিয়ে নেওয়ার বাইরের কিছু নয়।

জুনের ওই বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমাকে পরিষ্কার করতে দিন: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে আমি সিদ্ধান্তগুলো নিয়েছি। আমি ক্ষমা, নির্বাহী আদেশ, আইন ও ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্তগুলো নিয়েছি।

‘আমি মনে করিনি, এমন কোনো ইঙ্গিত হাস্যকর ও মিথ্যা।’

ট্রাম্পের ভাষ্য, মামুলি বিষয়ে সইয়ের জন্য তিনি অটোপেন ব্যবহার করেন।

কাউকে ক্ষমা করার মতো ঘটনায় অটোপেন ব্যবহারের নিন্দা জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার