১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ এএম
অবৈধভাবে সেমিট্রাক ও বাস চালানোর লাইসেন্স পাচ্ছেন অভিবাসীরা- ট্রাম্প প্রশাসন সম্প্রতি এমন উদ্বেগ প্রকাশের পরেই ক্যালিফোর্নিয়া স্টেট প্রায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্প প্রশাসনের বক্তব্যই একমাত্র কারণ নয়।
ক্যালিফোর্নিয়ার স্টেট ট্রান্সপোর্টেশন এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ডিএমভি-র রেকর্ড অনুযায়ী, অনেক চালকের অ্যামেরিকায় থাকার বৈধ সময়সীমা শেষ হয়ে গেছে। তাই তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।
এই বছরের শুরুতে টেক্সাস ও আলাবামায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনার পর এসব লাইসেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরেই দেশব্যাপী বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স অডিট শুরু হয়।
গত মাসে ক্যালিফোর্নিয়ায় এক অবৈধ অভিবাসী ট্রাক চালকের ঘটানো দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু ঘটায় বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।
শন ডাফি বুধবার বলেন, ক্যালিফোর্নিয়ার লাইসেন্স বাতিলের পদক্ষেপের ফলে এটি স্পষ্ট যে, পূর্বে স্টেটটি সঠিকভাবে মানদণ্ড অনুসরণ করেনি।
ট্রান্সপোর্ট সেক্রেটারি শন ডাফি অভিবাসীদের জন্য বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নতুন কঠোর নিয়ম জারি করেন। তিনি জানান, ক্যালিফোর্নিয়াসহ আরও পাঁচটি স্টেটে অবৈধভাবে অনাগরিকদের এসব লাইসেন্স দিয়েছে। তবে ক্যালিফোর্নিয়াই প্রথম স্টেট যেখানে অডিট সম্পন্ন হওয়ায় পর ৪০ মিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেন ডাফি।
কারণ হিসেবে তিনি জানান, স্টেটের ট্রাক চালকদের জন্য ইংরেজি ভাষার শর্ত যথাযথভাবে প্রয়োগ করা হয়নি।
ডাফি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি স্টেট সব অবৈধ লাইসেন্স বাতিল না করে এবং ত্রুটিগুলো ঠিক না করে, তাহলে আরও ১৬০ মিলিয়ন ডলার তহবিল বন্ধ করে দেওয়া হবে।
অন্য স্টেটগুলোর অডিট সরকারি শাটডাউনের কারণে বিলম্বিত হয়েছে। যদিও ইতোমধ্যে মধ্যেই তাদের সবাইকে নিয়ম কঠোর করার নির্দেশ দেয়া হয়েছে।
সেপ্টেম্বরে ডাফির ঘোষিত বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম অনুযায়ী, অভিবাসীদের জন্য বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কেবলমাত্র তিনটি নির্দিষ্ট শ্রেণীর ভিসাধারীরাই লাইসেন্সের যোগ্য বলে বিবেচিত হবেন।
নতুন নিয়ম অনুযায়ী, কেবলমাত্র এইচ -২ এ, এইচ -২বি বা ই -২ভিসাধারী ড্রাইভারদের জন্য বাণিজ্যিক লাইসেন্স প্রযোজ্য।
বাতিল ১৭,০০০ লাইসেন্স ইস্যু করার সময় এই নতুন নিয়ম কার্যকর ছিল না। কিন্তু এই চালকদের নোটিশ দেওয়া হয়েছিল যে তাদের লাইসেন্সের মেয়াদ ৬০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে।