Logo
Logo
×

আন্তর্জাতিক

ওমানে বাংলাদেশি গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৪:০২ এএম

ওমানে বাংলাদেশি গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি!

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) চালকদের সতর্ক করে জানিয়েছে, যানবাহনের ওপর লাঠি, দণ্ড বা অতিরিক্ত দীর্ঘ কোনো বস্তু বহন করা আইনত নিষিদ্ধ এবং এটি জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। এ ধরনের কাজ সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং অন্যান্য পথচারী ও চালকদের জীবনকে বিপন্ন করতে পারে।

ওমান পুলিশ ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানবাহনের ফ্রেমের বাইরে অতিরিক্ত বস্তু সংযোজন ট্রাফিক আইন লঙ্ঘনের শামিল। এতে শুধু চালকের নয়, আশপাশের পথচারী ও অন্যান্য গাড়িচালকেরও নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

পুলিশ কর্তৃপক্ষ সকল চালককে কঠোরভাবে ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে এবং বলেছেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। যে কেউ এমন অনিয়মে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে আরওপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সড়ক নিরাপত্তা শুধু পুলিশ নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাই যানবাহনে অননুমোদিত বা বিপজ্জনক কোনো বস্তু বহন থেকে বিরত থেকে সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার