ভারতে ফের আলোচনায় বাংলাদেশের ‘বিকৃত’ মানচিত্র, যা বলল নয়াদিল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার বাংলাদেশ সফরকালে তাকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক উপহার নিয়ে ভারতে তোলপাড় পড়ে গেছে। দেশটিতে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের কথিত ‘বিকৃত’ মানচিত্র।
‘পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস’—এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতের কিছু গণমাধ্যম।
তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফেসবুকের অফিশিয়াল ফ্যাক্ট চেক পেজে দেওয়া এক বিবৃতির দিকে। সেখানে বলা হয়, ‘ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে দাবি করেছে যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বিকৃত মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত।’