প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ির সামনে বোমা ফাটাল প্রেমিক, অতঃপর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
প্রেমিকা সম্পর্ক ভেঙে দেওয়ায় তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে প্রেমিকার বাড়ির সামনে বোমা ফাটানোর অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে এক যুবক। সাগর মালিক নামের ওই যুবক তার তিন বন্ধুর সাহায্যে ইউটিউব দেখে বোমাটি তৈরি করেছিল। তার উদ্দেশ্য ছিল, বোমার তীব্র আওয়াজে প্রেমিকা ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসবেন এবং তার সঙ্গে কথা বলার সুযোগ মিলবে। আনন্দবাজারের খবর অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটি থানার মালিরবাগান এলাকায়। এই ঘটনায় যুবক সাগর মালিক-সহ তার তিন বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মালিক বাগানের একটি বাড়ির দেওয়ালে গত ২৮ অক্টোবর ছটপূজার রাতে বোমা ছোড়া হয়েছিল। বোমাটি প্রেমিকার বাড়ির পাশের একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে সেই বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার পর পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি বাইকের সূত্র ধরে সাগরের খোঁজ পায়।
তারা আরও জানায়, মালিক বাগান এলাকার এক তরুণীর সঙ্গে চাঁপদানির বাসিন্দা সাগরের প্রেমের সম্পর্ক ছিল, যা সম্প্রতি ভেঙে যায়। সাগর জানতে পারেন, তার প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছেন এবং সাগরের ফোনেও সাড়া দিচ্ছেন না। এরপরই বন্ধুদের সঙ্গে আলোচনা করে প্রেমিকার বাড়ির সামনে বোমা ছোড়ার পরিকল্পনা করেন তিনি। সাগর ইউটিউব দেখে বাজি তৈরির মশলা দিয়ে নিজেই বোমাটি বানিয়েছিলেন।
পরিকল্পনামতো, ছটপুজোর রাতে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে সাগর বোমা ছোড়েন। কিন্তু বোমার তীব্র আওয়াজে তারা নিজেরাই ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর পুলিশ সাগরের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে।