Logo
Logo
×

আন্তর্জাতিক

টাকা নয়, প্রকাশ্যেই তুলে নিয়ে গেল পুরো এটিএম মেশিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ এএম

টাকা নয়, প্রকাশ্যেই তুলে নিয়ে গেল পুরো এটিএম মেশিন

ক্রেন দিয়ে দোকানের একটি অংশ ভেঙে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটি এটিএম মেশিন। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

টিআরটি মিডিয়া জানিয়েছে, ঘটনাটি যুক্তরাজ্যের। ভিডিওতে দেখা যায়, একদল লোক ক্রেন দিয়ে দোকানের সামনের অংশ ভেঙে এটিএম মেশিনটি বের করে আরেকটি বাহনে করে সেটি অন্যত্র সরিয়ে নিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতরা সবাই মুখ বেধে ঘটনাস্থলে এসেছিলেন। তারা দ্রুত এটিএম মেশিনটি নিয়ে পালিয়ে যান।

এদিকে এটিএম মেশিন চুরির ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ। ইতিমধ্যে ঘটনা সংশ্লিষ্ট তথ্য প্রদানে স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার