দুই বিমানবালাকে মারধর, সৌদি নাগরিক গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম
দুই বিমানবালাকে মারধরের অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক ফ্লাইটে দুই বিমানবালাকে মারধরের অভিযোগে এক ২৮ বছর বয়সী সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার বিমানবন্দর পুলিশ। রিয়াদ থেকে কলম্বো অভিমুখি একটি ফ্লাইটে এ মারধরের অভিযোগ উঠেছে। বিমানটি (২৬ অক্টোবর) সকাল ৬টা ৩২ মিনিটে কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এতে বলা হয়েছে, বিমান অবতরণের প্রস্তুতির সময় যাত্রীদের সিটবেল্ট বাঁধার নির্দেশ দেওয়া হয়। এ সময় ওই সৌদি নাগরিক টয়লেটে যাওয়ার চেষ্টা করেন। বিমানবালারা তাকে থামানোর চেষ্টা করলে তিনি রেগে গিয়ে তাদের ওপর হামলা চালান।