যুগল হিসেবে প্রথমবার জনসমক্ষে কেটি পেরি-জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম
জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষ জনসমক্ষে যুগল হিসেবে ধরা দিলেন পপ তারকা কেটি পেরি (৪১) এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫৩)। গত শনিবার (২৫ অক্টোবর) পপ তারকার জন্মদিন উদযাপন উপলক্ষে এই যুগল প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে শোতে গিয়ে প্রথমবার জনসমক্ষে দেখা দিলেন। খবর পিপল ম্যাগাজিন।
সামাজিক মাধ্যম এক্সে টিএমজেড-এর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পেরি ও ট্রুডো হাত ধরে হাসিমুখে থিয়েটার থেকে বেরিয়ে আসছেন। ডেট নাইটে কেটি পেরি পরেছিলেন ঝলমলে লাল রঙের পোশাক, আর ট্রুডো ক্যাজুয়াল লুকে ছিলেন কালো পোশাকে।
গত গ্রীষ্মে মন্ট্রিলে ডিনার ডেটের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পেরি এ বছর জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ ঘটান। আর ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার সঙ্গে বিচ্ছেদ ঘটে ট্রুডোর। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সান্তা বারবারা উপকূলে এক ইয়টে ঘনিষ্ঠ অবস্থায় তাদের দেখা যায়।
পিপল ম্যাগাজিনকে একটি সূত্র পরে জানায়, ট্রুডোই প্রথম থেকে পেরির প্রতি আগ্রহ দেখান এবং যুক্তরাষ্ট্রে তার কনসার্টের বিরতিতে দেখা করতে যান।
বর্তমানে পেরি তার নতুন অ্যালবাম ‘ওয়ান ফোর থ্রি’র প্রচারণায় লাইফটাইমস ট্যুর নিয়ে বিশ্বজুড়ে সফরে আছেন। জন্মদিনে তিনি ইনস্টাগ্রামে রসিকতা করে লেখেন, আমার মা আজ থেকে বহু বছর আগে ‘ক্যাটি পেরি’ রিলিজ করেছিলেন।