পরিবারসহ স্থায়ী হওয়ার সুযোগ নিউজিল্যান্ডে, চালু হলো বিশেষ ভিসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৩:১০ এএম
নিউজিল্যান্ড সরকার বিদেশি অভিজ্ঞ ব্যবসায়ীদের জন্য নতুন ধরনের কর্ম ভিসা চালু করেছে, যা শুধুমাত্র দেশটিতে ব্যবসায় বিনিয়োগের সুযোগই দিচ্ছে না, বরং পরিবারের সদস্যদের সঙ্গে স্থায়ীভাবে বসবাসের পথও খুলে দিচ্ছে। এই ভিসা প্রাপ্তির মাধ্যমে আবেদনকারীরা তাদের স্বামী/স্ত্রী এবং নির্ভরশীল সন্তানদেরও নিউজিল্যান্ডে আনার সুযোগ পাবেন। একবার দেশে প্রবেশ করলে চার বছর পর্যন্ত পরিবারের সদস্যরা পুনরায় আবেদন ছাড়া বৈধভাবে বসবাস করতে পারবেন।
নিউজিল্যান্ডে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার যোগ্যতা দুটি বিনিয়োগের বিকল্পের ওপর নির্ভর করছে। প্রথমটি হলো নিউজিল্যান্ডে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ, যা তিন বছরের কর্ম ভিসা দেয় এবং এরপর স্থায়ী হওয়ার সুযোগ বিবেচনা করা হবে। দ্বিতীয় বিকল্প হলো ২ মিলিয়ন ডলার বিনিয়োগ, যা মাত্র ১২ মাসের মধ্যে স্থায়ী বসবাসের পারমিটের জন্য আবেদন করার সুযোগ দেবে।
তবে স্থায়ী হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই কমপক্ষে পাঁচ বছর ধরে পরিচালিত একটি ব্যবসা থাকতে হবে। এর পাশাপাশি কমপক্ষে ৫০০,০০০ নিউজিল্যান্ড ডলার রিজার্ভ তহবিল, পর্যাপ্ত ব্যবসায়িক অভিজ্ঞতা এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৫৫ বছরের কম এবং স্বাস্থ্য ও চরিত্র পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিউজিল্যান্ডের নতুন ভিসা প্রোগ্রামের আওতায় কিছু ধরনের ব্যবসা গ্রহণযোগ্য নয়। যেমন—ছাড়ের দোকান, ড্রপ-শিপিং, ফাস্ট ফুড আউটলেট, জুয়া, তামাক ও ভ্যাপিং ব্যবসা, প্রাপ্তবয়স্কদের বিনোদন, গৃহ-ভিত্তিক ব্যবসা, ফ্র্যাঞ্চাইজড ব্যবসা এবং অভিবাসন পরামর্শ পরিসেবা।
বিনিয়োগকারীরা ব্যবসা পরিচালনার সময় কমপক্ষে পাঁচটি ফুলটাইম চাকরি তৈরি, নিউজিল্যান্ডের নাগরিক বা স্থায়ী বাসিন্দার জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি এবং ব্যবসার সচ্ছলতা নিশ্চিত করতে হবে। স্থায়ী আবাসনের জন্য স্বাস্থ্য ও চরিত্র পরীক্ষার পাশাপাশি প্রতি বছর নূন্যতম ১৮৪ দিন নিউজিল্যান্ডে অবস্থান করতে হবে।
নতুন এই ভিসা প্রোগ্রামের লক্ষ্য হলো বিদেশি অভিজ্ঞ ব্যবসায়ীদের আকর্ষণ করা এবং দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করা, সেই সঙ্গে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুবিধা প্রদান করা।