Logo
Logo
×

বিনোদন

নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। সাম্প্রতিক তার অভিনীত প্রায় সিনেমাই আলোচিত ও ব্যবসা সফল। সিনেমার শুটিং থেকে শুরু করে মুক্তি এবং পরবর্তী নানা সময় সংলাপ ও লুক নিয়ে আলোচনা হতে থাকে। আবার সিনেমার গান থাকে দর্শকদের মুখে মুখে। আর প্রতি সিনেমাতেই ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে অবাক করেন দর্শকদের।

এবারও সেই ধারাবাহিকতার ব্যতিক্রম হলো না। নতুন লুকে হাজির হয়ে ফের আলোচনার জন্ম দিয়েছেন ঢালিউডের এই তারকা। রোববার (২৬ অক্টোবর) রাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যা ফেসবুক পেজেও শেয়ার করেছেন এ নায়ক।

শাকিব খানকে নতুন ছবিতে কালো ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। এতে এলোমেলো চুল, ক্লিন শেভ মুখে মোটা গোঁফ, চোখে কালো চশমা―সবমিলে ব্যতিক্রম। পায়ে সাদা স্লিপার স্যান্ডেল আর পেছনে রৌদ্রোজ্জ্বল শহরের আবহ। অর্থাৎ, এ যেন এক নতুন শাকিব খান।

ঢালিউডের এ নায়ক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ঠিক ততটাই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’

প্রিয় নায়কের এ ধরনের পোস্ট প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরেও প্রশংসার কমতি নেই। কেউ লিখেছেন, মেগাস্টার শাকিব খানকে শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হচ্ছে। আবার একজন লিখেছেন, কতটা অসাধারণ।

এদিকে ধারণা করা হচ্ছে, শাকিবের নতুন এই লুক তার আসন্ন সিনেমা ‘সোলজার’র। শাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটি অ্যাকশন-থ্রিলার ধাঁচের, যা প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। এতে শাকিব খান ছাড়াও আরও অভিনয় করছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা, তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার