দুই ক্রিকেটারের সঙ্গে ‘সম্পর্ক’, পাইলটকে গোপনে বিয়ে!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ এএম
হিন্দি চলচ্চিত্রজগতে হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তবে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি নামকরা অভিনেত্রী। বলিউডে পরিচিতি তৈরি করতে না পারলেও ব্যক্তিগত জীবনের কারণে সব সময় চর্চায় থেকেছেন অভিনেত্রী সোনম বাজওয়া। একাধিক ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে সোনমের। কিন্তু সকল চর্চাই হাওয়ায় উড়িয়ে দিয়েছেন নায়িকা।
১৯৮৯ সালের অগস্ট মাসে উত্তরাখণ্ডের রুদ্রপুরে জন্ম সোনমের। বাবা-মা এবং যমজ ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। তাঁর বাবা-মা দু’জনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।
শৈশব থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল সোনমের। সর্বভারতীয় সেরা সুন্দরীর প্রতিযোগিতা জিততে চেয়েছিলেন তিনি। স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে বিমানসেবিকা হিসাবে কিছু দিন কাজ করেছিলেন সোনম।
২০১২ সালে সর্বভারতীয় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সোনম। বিজয়ী হতে না পারলেও সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে সোনমের জীবনের মোড় অন্য দিকে ঘুরে যায়।
২০১৩ সালে পঞ্জাবি ভাষার একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান সোনম। পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। তার পর একে একে তামিল এবং তেলুগু ভাষার ছবিতে অভিনয় করেন সোনম। পঞ্জাবি ভাষায় একাধিক মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
বলিপাড়ায় কাজের সুযোগ পেতেই নাকি প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল সোনমকে। আশাভঙ্গও হয়েছিল তাঁর। এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন যে, তিনি বলিউডের একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন। সেই সংস্থার তরফে তিনটি হিন্দি ছবির চুক্তি হয়েছিল সোনমের সঙ্গে। পরে নাকি পরিচালকই বেঁকে বসেছিলেন।
সোনম সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, চুক্তির সঙ্গে জড়িত প্রথম ছবির শুটিং শুরু হওয়ার আগেই বাধা পড়েছিল। ছবির শুটিং শুরুর ছ’দিন আগে ছবির পরিচালক জানিয়েছিলেন, তিনি সোনমের উপর ভরসা করতে পারছেন না। পরে সেই চুক্তির সঙ্গে জড়িয়ে থাকা তিনটি ছবিই বাতিল হয়ে গিয়েছিল।
২০১৪ সালে ফারহা খানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’। বলিপাড়ার একাংশের দাবি, এই ছবিতে মোহিনী চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন সোনম। কিন্তু মনোনীত হননি তিনি।
শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেতে পারেন বলে অডিশন দিয়েছিলেন সোনম। পরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। শাহরুখের ‘প্রেমিকা’ হতে চেয়েও স্বপ্নপূরণ হয়নি সোনমের।
সোনমের দাবি, হিন্দি ছবিতে অভিনয় করলেই চুমুর দৃশ্যে অভিনয় করতে হতে পারে। এমনটা ভেবে একাধিক হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও নাকি ফিরিয়ে দিয়েছিলেন সোনম। তিনি ভেবেছিলেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে পঞ্জাবের দর্শকের মনে তিনি আঘাত দিয়ে ফেলবেন। কিন্তু পরে তিনি স্বীকার করেছিলেন যে, হিন্দি ছবিতে এই কারণে অভিনয় করতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছিলেন।