Logo
Logo
×

অর্থনীতি

আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২২ পিএম

আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। এ অবস্থায় ২৬ অক্টোবর বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে দেশের বাজারে সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়। 


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার