ক্রেতা সেজে গয়নার দোকানে সোনার আংটি চুরি দুই নারীর, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম
ভারতের রাজধানী দিল্লির একটি গয়নার দোকানে ক্রেতা সেজে আসল সোনার আংটির বদলে নকল আংটি রেখে চুরির এক অত্যন্ত অভিনব ঘটনা ধরা পড়েছে। চতুরতার সঙ্গে দুই নারী কীভাবে এই কাজটি করেন, সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর তা ইন্টারনেটে ভাইরাল হয়েছে ।
শনিবার (২৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রি প্রেস জার্নাল এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, ওই দুই নারী ক্রেতা সেজে স্বর্ণালঙ্কারের দোকানে গিয়ে কর্মীর কাছে সোনার আংটি দেখানোর অনুরোধ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানের কর্মী যখন একটি আংটির বাক্স রেখে দ্বিতীয় বাক্সটি নেওয়ার জন্য পেছনে ঘুরেছেন, সেই সুযোগে বাক্স থেকে দ্রুত একটি আসল আংটি তুলে নেন এক নারী। এরপর তিনি সঙ্গে সঙ্গে সেটির জায়গায় একটি নকল আংটি রেখে দেন। এরপর চুরি করা সোনার আংটিটি পাশে বসে থাকা আরেক নারীর হাতে চুপি চুপি ধরিয়ে দেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মিস্টার ত্যাগী নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করা হয়েছে, যা ২৪ ঘণ্টারও কম সময়ে ১ লাখ ৮২ হাজারেরও বেশিবার দেখা হয়েছে।
উল্লেখ্য, শনিবার দিল্লিতে ২৪-ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ১২ হাজার ৫৭৭ রুপি। এই অভিনব চুরির ঘটনাটি দিল্লিতে সোনার দোকানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।