Logo
Logo
×

অর্থনীতি

২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত?

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম

২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত?

দেশের স্বর্ণের বাজারে বড় দরপতনের পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।   

এছাড়া অন্যান্য ক্যারেটের দামও নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা। 

আরও পড়ুন
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমার কারণে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। রোববারও (২৬ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হবে।

স্বর্ণের দামে পরিবর্তন হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, ২১ ক্যারেট ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকায়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার