Logo
Logo
×

সারাদেশ

বিএনপি প্রার্থীর স্কুলবাসে আগুন, মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৯

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

বিএনপি প্রার্থীর স্কুলবাসে আগুন, মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৯

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শিবালয়ের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী রুনা আক্তার (৪০), তার স্বামী যুবলীগ নেতা লিটন খান (৫২), শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম লাভলু (৪৮), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজান খন্দকার (৪৮), নিজাম উদ্দিন (৪৯), আশরাফ হোসেন আখের (৫৫), রিফাত হোসেন (২২), আব্দুল কাদের (৫৪) ও বিএম আকরাম হোসেন মজনু (৪২)।

শিবালয় থানার ওসি মানবেন্দ্র সরকার জানান, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি পাম্পের পাশে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ প্রাথমিকভাবে পাঁচজনকে গ্রেফতার করে।

পরবর্তীতে তদন্তের অগ্রগতিতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার ও তার স্বামীসহ আরও চারজনকে একই মামলায় গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, মামলার অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার