Logo
Logo
×

সারাদেশ

কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম

কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু মারা গেছেন। তিনি আলোচিত এনায়েতপুর থানায় ১৫ জন পুলিশ হত্যা মামলার আসামি। 

মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা কারাগারের সুপার এস এম কামরুল হুদা বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আহমদ মোস্তফা খান বাচ্চুকে কারাগারে পাঠায় আদালত। পরে আরও চারটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

জেল সুপার আরও বলেন, উচ্চ রক্তচাপ, হার্টসহ নানা রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে হার্টের সমস্যা দেখা দিলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার