বিদেশিদের দালালি থেকে জনগণকে মুক্ত করার সুযোগ হয়েছে: চরমোনাই পীর
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে দেশ গঠন ও বিদেশিদের দালালি থেকে জনগণকে মুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের জনগণকে বিদেশি তাঁবেদারি থেকে মুক্ত করে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্র তৈরি হয়েছে।
রোববার বিকাল ৪টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ যা চেয়েছে, স্বাধীনতার ৫৪ বছরে তা পায়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল; কিন্তু এতদিন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা শুধু লুটপাট ও বিদেশে টাকা পাচার করেছেন। সাবেক এক ভূমিমন্ত্রী তিন দেশে ৬ শতাধিক বাড়ি করেছেন। দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে কিন্তু ইসলামের শাসন দেখেনি। এখন সময় এসেছে দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার। তাই বিদেশিদের করাল থেকে মুক্তি পেতে সবাইকে ইসলামের পক্ষে কাজ করতে হবে।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফএম মাইনুল ইসলাম।
উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কাসেম জিহাদীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, সদস্য ওবায়দুল্লাহ বরকত, বরিশাল জেলা সহ-সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দীন সিকদার, রুহুল আমিন খান, আলাউদ্দীন ঢালী, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি হোসাইন আহম্মদ, উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মনিরুজ্জামান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল আলিম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইয়াকুব সরদার, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জুনাইদ বিন কবির, পৌর যুব আন্দোলনের সভাপতি এইচএম আলমগীর প্রমুখ।