সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:২৪ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে এক শিক্ষার্থীকে মেডিকেলে নিয়ে আসা হয়। তখন তার পালস পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, তাকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। পোস্টমর্টেম করলে মৃত্যুর কারণ জানা যাবে।
পানিতে ডুবে মারা যাওয়া শিক্ষার্থী হলেন সায়মা হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা কুষ্টিয়ায়। তিনি গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে মন্নুজান হল সংসদের ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
জানা যায়, সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুশীলন করছিলেন সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ পানিতে ডুবে যান তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাত ৮টার দিকে সায়মার মৃত্যুতে সুইমিংপুল কর্তৃপক্ষের উদাসীনতা ও বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাব রয়েছে দাবি করে বিক্ষোভ করেছেন তার বিভাগের শিক্ষার্থীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, এক শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।