মির্জা ফখরুলের আটকের পুরো বর্ণনা দিলেন তার স্ত্রী

রাজধানীর উত্তরার বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিবির চার জনের মতো সদস্য তার বাসায় প্রবেশ করে, বাকিরা নিচে ছিল।

কেন নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা বলেছে, দুই তিনটা মামলা নাকি হয়েছে। 'উপরের নির্দেশে' তাকে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, তার স্বামী রাতেই বাসায় ফিরেছিলেন। তার শরীরও বেশ খারাপ ছিল। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন।

পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে বাসায় ঢুকে সাড়ে ৩টার মধ্যে মির্জা ফখরুলকে নিয়ে যায় বলে জানান তিনি।

রাহাত আরা বেগম জানান, চার থেকে পাঁচটি গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই এলাকায় পুলিশের টহল ছিল। পরে রাত ৩টার দিকে তারা দরজা খুলতে বলে। এ সময় প্রহরীরা খুলতে চাচ্ছিল না। তাদের চড়-থাপ্পড় মারা হয়। তিনি বলেন, আটকের সময় তার বাসার সামনের রাস্তার বাতিও নিভিয়ে ফেলা হয়।

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla